শিরোনাম:
নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ১৭৩ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেছে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের উক্ত কর্মকর্তাদের আজ পুরস্কৃত করা হয়। কাওরান বাজারস্থ কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন বলেন, বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতি ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। এতে মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, ফলে বীমায় দারিদ্র বিমোচন ঘটে। তিনি আরো বলেন নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় রেখে সর্বক্ষেত্রে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোন গ্রাহক যেন কষ্ট না পায় এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং এতে কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে।