শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ময়মনসিংহ অঞ্চলের অর্ধবার্ষিকী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।
কোম্পানীর ময়মনসিংহ জোন প্রধান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এরিয়া ইনচার্জ মুশফিকুর রহমান, ফুলপুর জোনের এভিপি মোঃ মনোয়ারুল ইসলাম, শেরপুর জোনের জেনারেল ম্যানেজার তোফায়েল আহম্মদ, ধোবাউড়া জোনের ডিজিএম মোঃ মনিরুজ্জামান, ফুলপুর জোনের এজিএম আব্দুল মালেক। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৫শত উন্নয়ন কর্মকর্তা অংশনেন। সভায় প্রধান অতিথি কোম্পানীর ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়ীক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন ন্যাশনাল লাইফ সব সময় গ্রাহকের বিষয়ে সচেতন। দাবী পরিশোধকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এজন্য ন্যাশনাল লাইফ দাবী পরিশোধে পরপর দুবার জাতীয় পুরস্কার লাভ করে।