শিরোনাম:
২৭ ডিসেম্বর ২০২৫ নরসিংদীর ড্রীম হলিডে পার্কে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ বীমা কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র বর্ষ সমাপনী পর্যালোচনা সভা। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এতে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম, এসভিপি মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বৃহত্তর বি-বাডীয়া, সিলেট ও নরসিংদী এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৬ হাজার উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানীর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান বি-বাড়ীয়া ও সিলেট এরিয়া প্রধান মফিজুল ইসলাম। সভায় ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করা হয়। চেয়ারম্যান গ্রাহকদের মাঝে উক্ত দাবীর চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন ন্যাশনাল লাইফের কাঠামোগত উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফের কর্মীরা অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। ফলে জনগণের মাঝে ন্যাশনাল লাইফের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এটা কর্মীদের অবদান। তিনি বলেন আগামীতে বিশ্বের বিভিন্ন স্থানে আমরা ন্যাশনাল লাইফের কার্যক্রম চালু করা হবে। বীমার নবায়ন প্রিমিয়াম সংগ্রহে সকলকে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গত ৫ বছরে ব্যবসায়ীকভাবে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা এ পর্যন্ত ৭২ লক্ষ লোককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত। ফলে আমরা ১ঘন্টায় বীমার দাবী পরিশোধ করতে পারি। তিনি আরও বলেন এক সময় বীমা উপেক্ষিত হলেও এখন তা বদলে গেছে। বীমা এখন শ্রেষ্ঠ পেশা হিসেবে স্থান করে নিয়েছে। আগামী ৫ বছরে ন্যাশনাল লাইফের বীমা সেবা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে।