শিরোনাম:

চলতি সপ্তাহে ৬০ কোম্পানীর এজিএম

অর্থভিশন রিপোর্ট ডিসেম্বর ১৮, ২০২১



Warning: getimagesize(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0 in /home/arthovis/public_html/news.php on line 103

Warning: getimagesize(https://arthovision.com/assets/uploads/news-128.jpg): Failed to open stream: no suitable wrapper could be found in /home/arthovis/public_html/news.php on line 103

অর্থভিশন রিপোর্টঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬০ কোম্পানীর বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানীগুলো হলো, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশ, একটিভ ফাইন, এএফসি এগ্রো, শাশা ডেনিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সাফকো স্পিনিং,  বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএন স্পিনিং, স্টাইলক্রাফট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আরামিট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইল,  তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ ল্যাম্পস, কে অ্যান্ড কিউ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আমান কটন, আমান ফিড, বিবিএস কেবলস, দুলামিয়া কটন, জিপিএইচ ইস্পাত, ওয়াইম্যাক্স, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল, আনলিমা ইয়ার্ন, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্দোবাংলা ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস, খান ব্রাদার্স এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।

কোম্পানীগুলোর মধ্যে ১৮ ডিসেম্বর বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সাফকো স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর বাংলাদেশ ল্যাম্পস, কেঅ্যান্ডকিউ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মার এজিএম অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর আমান কটন, আমান ফিড, আনলিমা ইয়ার্ন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবলস, দুলামিয়া কটন, জিপিএইচ ইস্পাত, ওয়াইম্যাক্সের এজিএম অনুষ্ঠিত হবে।

২১ ডিসেম্বর কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং, স্টাইলক্রাফটের এজিএম অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আরামিট, এসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশের এজিএম অনুষ্ঠিত হবে।

২৩ ডিসেম্বর একটিভ ফাইন, এএফসি এগ্রো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইল, শাশা ডেনিমস, শেফার্ড, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, তমিজউদ্দিন টেক্সটাইল, তশরিফা ইন্ডাস্ট্রিজ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম অনুষ্ঠিত হবে।