শিরোনাম:

খুলনায় ন্যাশনাল লাইফ পরিবারের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান  

নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ০৬, ২০২৫


নিজস্ব প্রতিনিধি: খুলনায় ন্যাশনাল লাইফ পরিবারের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর খুলনা নগরীর নিউ মার্কেটের সামনে অবস্থিত এনএলআই টাওয়ারে আয়োজিত দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ পুরস্কার প্রদান করা হয়। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত পুরস্কার প্রদান করেন। এ সময় তিনি ২ কোটি ৬৮ লাখ টাকার বীমা দাবী চেক গ্রাহকদের মাঝে বিতরণ করেন।  
খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এভিপি কাজী মুকতুল হোসেন। সভায় খুলনা এরিয়ার ৫শতাধিক বীমা কর্মী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝেও পুরস্কার  বিতরণ করেন। 
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা সবাই মিলে ন্যাশনাল লাইফ পরিবার। আমাদের পরিবারের সন্তানদের ভবিষ্যতের যোগ্য করে তুলতে হবে, যাতে তারা সুশিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করে। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবী পরিশোধ করেন। তাই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাবী পরিশোধে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।