শিরোনাম:
বিশেষ প্রতিনিধি: বিশিষ্ট শিল্প উদ্যোক্তা কাজী মাহমুদা জামান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের ২৮৪তম বোর্ড তিনি নির্বাচিত হন।
কাজী মাহমুদা জামান কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক ও গার্মেন্টস এবং অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপাটিজ এবং কানাডিয়ান সুয়েটারের পরিচালক। তিনি ব্যাংক-বীমা সেক্টরের অন্যতম উদ্যোক্তা ও ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মরহুম কে এম হাবীব জামানের সহধর্মীনী। কাজী মাহমুদা জামান ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম. এ পাশ করেন। পরবর্তীতে তিনি টি এন্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌড়া গ্রামের বিশিষ্ট কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন।
কাজী মাহমুদা জামান নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি দেশের বিভিন্নএলাকার পাশাপাশি নিজ এলাকা গাজীপুরের কালিগঞ্জের মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করছেন।