শিরোনাম:

 ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল বীমার শরীয়াহ্ কাউন্সিলের ৪৮ তম সভা

সংবাদ বিজ্ঞপ্তি অক্টোবর ০৯, ২০২৪



Warning: getimagesize(): https:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0 in /home/arthovis/public_html/news.php on line 103

Warning: getimagesize(https://arthovision.com/assets/uploads/news-275.jpg): Failed to open stream: no suitable wrapper could be found in /home/arthovis/public_html/news.php on line 103

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ইসলামী তাকাফুল বীমার ৪৮তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর কোম্পানীর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক এএমএম মাঈনুদ্দিন মোনেম,  শরীয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়  এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন। 
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন আমরা ইসলামী বিধান মেনে বীমা ব্যবসা পরিচালনা করছি। ফলে মানুষ ন্যাশনাল লাইফের ইসলামী বীমার প্রতি আগ্রহী  হয়ে উঠছে। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ মানুষের জমাকৃত অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে। যার প্রেক্ষিতে আমরা একদিনেই গ্রাহকের দাবী পরিশোধ পরিশোধ করতে পারি। 
সভা শেষে ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।